৩টি আসনে বিএনপির সবার মনোনয়ন বাতিল

রবিবার হরতাল ও অবরোধ নেই,

তিনটি আসনে বিএনপির সব প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর সবগুলোতেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল দলটি। কিন্তু সবার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় একই আসনে একাধিক জনকে মনোনয়ন দেওয়ার যে কৌশল নিয়েছিল বিএনপি সেটি কার্যত ব্যর্থ হলো।

কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও যেন শেষ পর্যন্ত ওই আসনে যেন ধানের শীষের প্রার্থী টিকে থাকে তার জন্যে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। এই কৌশলের কথা দলটির শীর্ষ পর্যায় থেকে স্বীকারও করে নেওয়া হয়েছিল।

ঢাকা-১ বগুড়া-৭ ও মানিকগঞ্জ-২ আসনে বিএনপি যাদের যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন আজ তাদের সবার মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে বগুড়া-৭ আসনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নিজে প্রার্থী ছিলেন।

দণ্ডিত ব্যক্তিরা প্রার্থী হতে পারবে না বলে সম্প্রতি শীর্ষ আদালত এক রায়ের পর্যবেক্ষণে জানানোর পরই খালেদার প্রার্থিতা বাতিলের ব্যাপারটি প্রায় নিশ্চিত ছিল। দুর্নীতির অভিযোগে দুটি মামলায় ১০ বছর ও সাত বছরের কারাদণ্ড নিয়ে তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রী গত ৮ ফেব্রুয়ারি থেকে সাজা খাটছেন।

খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হওয়াকে সরকারের নীলনকশা হিসেবে উল্লেখ করে এক প্রতিক্রিয়া দলটির পক্ষ থেকে বিলা হয়েছে, একতরফা নির্বাচন করার জন্য সরকার মহাপরিকল্পনা করছে। এর অংশ হিসেবেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago