এই জয় সাকিবের কাছে যে কারণে ‘স্পেশাল কিছু’
একসময় টেস্ট খেলতে নামলেই ফলোঅনে পড়া আর ইনিংস হার ছিল বাংলাদেশের জন্য নিয়মিত দৃশ্য। সেইসব পীড়াদায়ক সময়েই ক্যারিয়ার শুরু সাকিব আল হাসানের। নানান সংকট পেরিয়ে বাংলাদেশ এখন ভিন্ন জায়গায়, তরুণ সাকিবও এখন সুপারস্টার। তবু প্রতিপক্ষকে ফলোঅনে ফেলা, ইনিংস ব্যবধানে হারানো হয়ে উঠছিল না বাংলাদেশের। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে গিয়ে দুটোই এসেছে। অধিনায়ক সাকিবের কাছে এর বিশেষত্বই তাই আলাদা।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জিতবে, সকাল থেকেই এমন আভাস ছিল। দুপুর গড়াতেই সেই জয় এসেছে ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানে। নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়ে অধিনায়ক সাকিব পুরনো দিনের সেইসব যন্ত্রণাবিদ্ধ সময়ের কথা ভেবেই হয়ত অন্যরকম ভালোলাগায় মগ্ন হলেন, ‘দেখুন আমরা একশ'র (আসলে ১১২) ওপরে টেস্ট ম্যাচ খেলেছি। এই প্রথম এমন কিছু করলাম। অবশ্যই স্পেশাল কিছু তা না হলে তো ১৮ বছরের মত টেস্ট খেলেছি, একশ টেস্টের মত খেলেছি। এই ফার্স্ট টাইম এরকম কিছু হলো।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেও ফলোঅন করানোর সুযোগ এসেছিল বাংলাদেশের। তবে পরিস্থিতি বিবেচনায় ও পথে হাঁটতে পারেনি দল। নানা কারণেই জিম্বাবুয়েকেও তাই কখনো হারানো হয়নি ইনিংস ব্যবধানে। এবার র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে তেমনটি করতে পেরেছে বাংলাদেশ। সেই স্বস্তির কথাই ঘুরেফিরে বললেন অধিনায়ক, ‘এর ভেতরে আমরা কিন্তু ছোট টিমের সাথেও খেলেছি। তারপরও আমরা এমন কিছু করতে পারিনি। কাজেই এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন আমি মনে করি। এর আগে আমাদের ওপরের কোন টিমকে হোম কন্ডিশনে হোয়াইটওয়াশ করিনি। সব কিছু মিলিয়ে আমাদের জন্য সিরিজটি অনেক বড় পাওয়ার সিরিজ ছিল।’
Comments