একতরফা নির্বাচনের কোনো সম্ভাবনা নেই: কাদের
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন যে যেহেতু প্রধানমন্ত্রী খালি মাঠে গোল দেওয়া পছন্দ করেন না তাই সরকার চায় না একতরফা নির্বাচন হোক।
আজ (৩ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, “তাই সবার জন্যে সমান সুযোগ নিশ্চিত করতে আমরা চেষ্টা করবো। আমরা অসম পরিবেশ সৃষ্টি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না।”
তিনি আরও বলেন, “আমরা অবশ্যই জনগণের সঙ্গে আছি। দলের একটি গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে আমারও দায়িত্ব রয়েছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান। গত নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো এবার তা হবে না বলেও আশা করেন তিনি।
Comments