‘জান্নাত’ অনলাইনে
বাংলায় ডাবিং করা বিদেশি ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পাচ্ছে টেলিভিশনে। সেই ধারাবাহিকতায় দর্শকের মন জয় করেছে এটিএন বাংলা প্রচার হওয়া ‘জান্নাত’।
প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতি রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হওয়া ‘জান্নাত’ দর্শকপ্রিয়তায় উঠে এসেছে। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছে দেশের আরএফএল প্ল্যাস্টিক ও রিগ্যাল ফার্নিচার।
সম্প্রতি, রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, ধারাবাহিকটি শিগগিরই প্রকাশ করা হবে অনলাইনেও। ইউটিউব চ্যানেল বঙ্গবিডিতে দেখা যাবে এই ধারাবাহিকটি।
‘জান্নাত’-এর গল্পটি নিখাদ পারিবারিক আমেজের, তেমনি এটি বর্তমান সময়েরও গল্প। এর কাহিনি আবর্তিত হয়েছে এক এতিম মেয়ের জীবন-সংগ্রামকে কেন্দ্র করে।
Comments