পাবনায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২
পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় হওয়া এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, লস্কর খান (৬৫) ও আব্দুল মালেক শেখ (৪৫)। তারা দুজনেই গুলিবিদ্ধ হয়েছেন বলে সদর থানার ওসি দ্যা ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, শহরের ভারারা এলাকায় সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। জাতীয় নির্বাচনের আগে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য ভারারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদের অনুসারীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান হোসেনের অনুসারীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ শুরু হয় বলে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে।
তারা বলেন, গত ইউপি নির্বাচনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পর থেকে স্থানীয় আওয়ামী লীগের এই দুই নেতার মধ্যে বিরোধ ছিল।
Comments