ভিকারুননিসার জিন্নাত আরা সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে আজ ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ করেন। ছবি: প্রবীর দাশ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডের মূল শাখার নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুলের প্রভাতি শাখার প্রধান জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম আশরাফ তালুকদার এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের গোলাম আশরাফ বলেন, জিন্নাত আরাকে গতকাল (সোমবার) রাতেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, আজ তাকে এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে । এর ভিত্তিতে ব্যবস্থা নেবে পরিচালনা কমিটি।

আত্মহত্যার ঘটনার প্রতিবাদে আজ স্কুলের সামনে বিক্ষোভ হয়েছে। এ ঘোষণা দেওয়ার পরও শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ থামেনি। সেখানে উপস্থিত অভিভাবকেরা ‘গভর্নিং বডির পদত্যাগ চাই’, ‘প্রিন্সিপালের শাস্তি চাই’ বলে স্লোগান দেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আশরাফ তালুকদার বাংলা দৈনিক প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ (প্রিন্সিপাল) নাজনীন ফেরদৌসের কাছে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আর জিন্নাত আরার (প্রভাতি শাখার প্রধান শিক্ষক) বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তারা পেয়েছেন। এ জন্যই পরিচালনা কমিটি তাকে কারণ দর্শাতে বলেছে।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago