বিশ্বকাপের পরও খেলবেন মাশরাফি?

Mashrafee Mortaza
ছবি: বিসিবি

অনেকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছেন, দু’একবার মুখ ফুটেও বলেছেন। সবাই তাই ধরেই নিয়েছিল আগামী বিশ্বকাপের পরই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মাশরাফি মর্তুজা। কিন্তু মঙ্গলবার রাজনীতিতে আসা নিয়ে কথা বলার সময় ওয়ানডে অধিনায়ক শোনালেন নতুন কথা। এখনি অবসরের ঘোষণা তো দিচ্ছেনই না, বিশ্বকাপেরও পরও খেলা চালিয়ে যাওয়া যায় কিনা সেটা পুনর্বিবেচনা করবেন তিনি।

মঙ্গলবার রাজনীতিতে আসা নিয়ে মানুষের মনে তৈরি হওয়া অনেক প্রশ্নের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকেন মাশরাফি। তাতে অবধারিতভাবে এসেছে বিশ্বকাপ প্রসঙ্গ।

কেবল একটাই সংস্করণে খেলা চালিয়ে যাওয়া অধিনায়ক মাশরাফিকে ঘিরেই চলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাবনা। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপেই মাশরাফির থেমে গেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজই হতো তার শেষ সিরিজ। তবে মাশরাফির কথায় মনে হলো এই সিরিজকে ঘরের মাঠে তার শেষ সিরিজ ধরার উপায় আপাতত নেই,  ‘প্রথমত আমি বলেছি, আমার মানসিক প্রস্তুতি বিশ্বকাপ পর্যন্ত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্যন্ত মনে হচ্ছিল আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর পারবো কিনা জানি না। তারপরও আমার ফিটনেস পারফর্মেন্স উনিশ পর্যন্ত চলছিল বলে আমি মোটামুটি এগিয়েছি। সেটাই বলছি আমার বিশ্বকাপ পর্যন্ত মানসিক প্রস্তুতি আছে। তারপর পুনর্বিবেচনা করার সুযোগ আছে, আমি যদি সেই অবস্থায় না থাকি তাহলে অবশ্যই আমাকে কুইট করতে হবে।’

ওয়ানডে অধিনায়ক মনে করিয়ে দিলেন সাত বছর আগেও তো তার শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে সংকটময় ক্যারিয়ার ঘুরে দাঁড়িয়েছে বারবার। বিশ্বকাপের পরও তাই তাকে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই,  ‘যদি থাকি (ফিট) তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো, তার আগেও যে কোন কিছু হতে পারে। ২০১১ বিশ্বকাপের পর আপনাদের (সাংবাদিকদের) এখানেই অর্ধেক বিশ্বাস করেছিল যে আমার ক্যারিয়ার শেষ। আল্লার রহমতে আরও সাত বছর পার করতে পেরেছি।’

এই নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়ে গেলে বিশ্বকাপের পর তার আর খেলা চালিয়ে যাওয়া উচিত হবে কিনা, এমন প্রশ্নে মাশরাফি সব ছেড়ে দিলেন সময়ের উপর, ‘প্রথমত আমার লক্ষ্য বিশ্বকাপ পর্যন্তই থাকবে। বিশ্বকাপ পর্যন্ত আট মাসের ব্যাপার। আট মাস পর্যন্ত যেভাবে খেলে আসছি ওইভাবে খেলার চেষ্টা করব। আমার পারসোনাল গোলও ছিল বিশ্বকাপ। পরে সেটা পুনর্বিবেচনা করব কিনা সেই সময়ই বলে দেব।’

 

Comments

The Daily Star  | English

Trump says Iran-Israel truce holds after berating both countries

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago