ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেই লুইস, ফিরলেন ব্র্যাথওয়েট
চোটের কারণে টেস্ট সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। চোট না সারায় ওয়ানডে সিরিজেও নেই তিনি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই নেতৃত্বে পেয়েছেন ব্যাটসম্যান রভম্যান পাওয়েল, যদিও বেশ কিছুদিন থেকেই ওয়ানডেতে রানে নেই তিনি। ক্রিস গেইল আগেই জানিয়েছিলেন খেলবেন না বাংলাদেশ সফরে। তবে অবাক করে দিয়ে দলে নেই আরেক বিস্ফোরক ওপেনার এভিন লুইসও।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে উইন্ডিজ ক্রিকেটের কেন্দ্রিয় চুক্তিতে সই করেননি লুইস। দুনিয়া জুড়ে ফ্রেঞ্চাইজি ক্রিকেটে বেশি আগ্রহী এই ওপেনারকে তাই আপাতত পাচ্ছে না ক্যারিবিয়ানরা। লুইস না থাকায় তার জায়গায় ওয়ানডে দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো।
গেইল-লুইসরা না থাকলেও টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ফিরেছেন ওয়ানডে দলে। এই অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছেন মার্চ মাসে। বাংলাদেশ টেস্ট সিরিজে রান খরায় ভুগলেও এবার ওয়ানডেতে ফিরেছেন রোস্টন চেজ। চোটের কারণে বাদ পড়েছেন অফ স্পিনার অ্যাশলি নার্স ও বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয়।
৯ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১১ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শেই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস, ওশান টমাস।
Comments