তামিমদের বড় লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ
স্কোর আপডেট
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১
তামিমদের সামনে বড় লক্ষ্য
ওপেনারদের এনে দেওয়া দারুণ শুরু পেয়েও মাঝপথে এলোমেলো হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তবে সেখানে ঘুরে দাঁড়িয়ে দলকে বিশাল সংগ্রহ পাইয়ে দিয়েছেন রোস্টন চেজ। শেষ ১০ ওভারে ঝড় তুলে ৯৯ রান যোগ করে উইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে বিসিবি একাদশের বিপক্ষে ৩৩১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জেতার জন্য ৩৩২ রানের লক্ষ্য নিয়ে নামবেন তামিম ইকবালরা।
দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার শাই হোপ, দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন চেজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩১/৮ (কিরন পাওয়েল ৪৩, হোপ ৮১, ব্রাভো ২৪, স্যাম্যুয়েলস ৫, হেটমায়ার ৩৩, রভম্যান ০, চেজ ৬৫*, অ্যালান ৪৮, কেমো পল, আম্রিস ১০* ; রুবেল ২/৫৫, মাশরাফি ১/৩৭, মেহেদী ২/৬৫, শাহিন ০/১৮, সৌম্য ০/৭২, শামীম ১/১৬, নাজমুল ২/৬১)
বিপদনজক হেটমায়ারকে ফেরালেন রুবেল
টেস্ট সিরিজে দারুণ ছন্দে ব্যাট করা শেমরন হেটমায়ার প্রস্তুতি ম্যাচেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ২৭ বলে ৩৩ রান করার পর তাকে থামান রুবেল হোসেন। রুবেলের বলে পুল করে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি। ক্যারিবিয়ান ইনিংসে হাল ধরেছেন রোস্টন চেজ ও ফ্যাবিয়ান অ্যালান।
পাটোয়ারির শিকার রভম্যান
দুই ওপেনার বিনা উইকেটে দলকে পার করে দিয়েছিলেন কিরন পাওয়েল ও শাই হোপ। তবে উদ্বোধনী জুটি ভাঙতেই তাদের ইনিংসে ভাটার টান। ইনিংসের মাঝপথে অধিনায়ক মাশরাফির ব্রেক থ্রো এনে দেওয়ার পর যুবদলের স্পিনার শামীম পাটোয়ারির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।
মাশরাফির উইকেট
অনেক দিন পর বল হাতে নিয়ে প্রথম স্পেলে খুব একটা ভালো করতে পারেননি মাশরাফি মর্তুজা। নিজের চতুর্থ ওভারে দেন ১৪ রান। তবে দ্বিতীয় স্পেলে এসেই মারলন স্যামুয়েলসকে ফিরিয়েছেন তিনি।
নাজমুলের আবার আঘাত
ওপেন করতে নেমে ৮৪ বলে ৭৮ রান করে নাজমুল ইসলাম অপুর বলে স্টাম্পিং হয়ে ফিরেছেন শাই হোপ। এর আগে কিরন পাওয়েলকে ফিরিয়ে প্রথম উইকেটও নিয়েছিলেন নাজমুল।
সকালে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার কিরন পাওয়েল ও শাই হোপ মিলে ১৫ ওভারে বিনা উইকেটে ১০১ রান তুলে ভাল শুরু এনে দেন দলকে। তবে প্রথম পানি পানের বিরতির পরই বল করতে এসে পাওয়েলকে ফেরান নাজমুল ইসলাম। ৪৯ বলে ৪৩ রান করে লং অনে ক্যাচ দিয়ে আউট হন পাওয়েল।
ওয়ানডাউনে নামা ড্যারেন ব্রাভো শাই হোপের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার বলে ২৭ রান করে ফিরেছেন তিনি।
মাশরাফি থাকলেও টস করলেন রুবেল
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই মাঠের বাইরে আছেন মাশরাফি। এই সময়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে খেলার বাইরের ইস্যুতে আলোচনায় আসেন তিনি। এসব আলোচনার মধ্যে অনুশীলনেও ঘাটতি থেকে যাচ্ছিল অধিনায়কের। প্রস্তুতি ম্যাচটা তাই খেলছেন তিনি। তবে বেশি চাপ না নিতেই এই ম্যাচে আনুষ্ঠানিক অধিনায়কত্ব করছেন না তিনি।
এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে তামিম ইকবাল। হাতের চোট সারার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়েই ফেরার কথা ছিল তার। তবে নতুন করে পাঁজরের ব্যথায় খেলতে পারনেনটি টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজের আগে পুরোপুরি সেরে উঠায় প্রস্তুতি ম্যাচটা খেলে নিজেকে ঝালাই করছেন তিনি।
বিসিবি একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, মেহেদী হাসান রানা, নাজমুল ইসলাম অপু।
ওয়েস্ট ইন্ডিজ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শেই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস, ওশান টমাস।
Comments