সরকারের আবেদন খারিজ, মির্জা আব্বাসের প্রার্থিতা যাচাই হবে

Mirza Abbas
মির্জা আব্বাস। স্টার ফাইল ফটো

সুপ্রিম কোর্ট আজ (৬ ডিসেম্বর) সরকারের আবেদন খারিজ করে দেওয়ায় ঢাকা-৯ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মির্জা আব্বাসের মনোনয়নপত্র নতুন করে যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হয়েছে।

এর আগে রিটানিং কর্মকর্তা ঢাকা-৯ আসনে বিএনপি নেতার প্রার্থিতা অবৈধ বলেছিলো।

এর বিরুদ্ধে হাইকোর্টে যান মির্জা আব্বাস। সেখান থেকে আদেশ আসে আব্বাসের মনোনয়নপত্র আবার যাচাই-বাছাই করার।

সরকার সেই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।

Comments

The Daily Star  | English
DGFI involvement in enforced disappearances

2 years lost, life shattered

He was around 15 when he was picked up, a ninth grader.

9h ago