কমিশন সরকারের পুতুল হিসেবে কাজ করছে: মীর নাসির
নির্বাচন কমিশনে আজ (৬ ডিসেম্বর) আপিল শুনানিতে চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ নাসিরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি কমিশনকে সরকারের পুতুল হিসেবে অভিযোগ করেছেন।
তিনি তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “এখানে আইন রয়েছে যে কারো সাজা যদি স্থগিত থাকে তাহলে তার প্রার্থী হতে কোনো বাধা নেই।… আমি কমিশনকে বলেছি, আপনারা সরকারের পাপেট (পুতুল) হিসেবে কাজ করছেন। আপনাদের কাছে কেউ ন্যায় বিচার পাবে না।”
তিনি কমিশনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেন। কেনো বৈষম্য করা হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু আমি বিরোধীদলের প্রার্থী, তাই।”
আরও পড়ুন:
Comments