বিক্ষোভ স্থগিতের ঘোষণা দিলেন ভিকারুননিসা স্কুলের ছাত্রীরা
আন্দোলন কর্মসূচি স্থগিত করে আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষায় ফের অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। আজ বিকেলে স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে এই কথা জানান।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট জানান, ঘোষণার আগে বিকেলে শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৫ জনের একটি প্রতিনিধি দল ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে এসে তারা কর্মসূচি স্থগিত করে আগামীকাল থেকে পরীক্ষায় বসার ঘোষণা দেয়।
শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে থাকা অনুষ্কা রায় সাংবাদিকদের জানায় যে তাদের দাবি মানার ব্যাপারে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। তাই তারা আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সে বলে, ‘আমাদের কিছু দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য দাবি মেনে নেওয়ার ব্যাপারেও আশ্বাস পাওয়া গেছে।’
অন্যদিকে অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনার মুক্তি চেয়ে স্কুলটির ফটকের সামনে কয়েক জন শিক্ষার্থী বিক্ষোভ দেখিয়েছে। সেখানে উপস্থিত আতিয়া আনজুম রামিয়া দাবি করেন, ‘আমরা যতদূর জানি হানসা আপা নির্দোষ। আমরা তার মুক্তি দাবি করছি।’
এদিকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে যে মামলা হয়েছিল তাতে অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। হাসনা হেনাকে আজ আদালতে নিয়ে যাওয়া হলে জামিন প্রত্যাখ্যান করে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক।
অরিত্রীর আত্মহত্যার ঘটনায় হওয়া মামলায় গতকাল বুধবার রাতে উত্তরা থেকে হাসনা হেনাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
Comments