ঐক্যফ্রন্টের ১০ ডিসেম্বরের জনসভা স্থগিত
জাতীয় ঐক্যফ্রন্টের আগামী ১০ ডিসেম্বরের জনসভা স্থগিত করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা হওয়ার কথা ছিল। জনসভা স্থগিতের জন্য রাজনৈতিক কারণ দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার কর্মসূচি ঘোষণা করেছিলেন। জনসভার দিনক্ষণ হিসেবে ১০ ডিসেম্বর দুপুর ২টার কথা বলেছিলেন তিনি। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই দলটির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর পল্টনে নবগঠিত এই রাজনৈতিক জোটের কার্যালয়ে কর্মসূচি স্থগিত করার কথা সাংবাদিকদের জানান।
আসন্ন ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর এটাই জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম প্রকাশ্য কর্মসূচি হওয়ার কথা ছিল।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে মোট চারটি সমাবেশ করেছে ঐক্যফ্রন্ট। গত ২৪ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ করে ঐক্যফ্রন্ট। এর পর চট্টগ্রামে ২৭ অক্টোবর, ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ও ৯ নভেম্বর রাজশাহীতে সমাবেশ করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট।
Comments