রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল
বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
এর আগে ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
আজ (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে পটুয়াখালী-১ আসন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এরপর, এক ব্রিফিংয়ে রুহুল আমিন হাওলাদারের আইনজীবী আবদুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, “আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।”
এদিকে, হাওলাদের স্ত্রী নাসরিন জাহান রতনার বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করেছেন নির্বাচন কমিশনাররা। ফলে রতনার প্রার্থীতা বৈধ বলো গণ্য হলো।
Comments