দ্বৈত মনোনয়নের ১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ১৭টি আসনে দুজন করে প্রার্থীকে মনোনয়নপত্র দিয়েছিল আওয়ামী লীগ আজ এই আসনগুলোর প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দ্বৈত মনোনয়নের রংপুর-৬ আসনও রয়েছে। ওবায়দুল কাদের জানান, এই আসন থকে শিরীন শারমিন চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন।
ফলে শেখ হাসিনা শুধুমাত্র গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন।
অপর ১৬ আসনের চূড়ান্ত প্রার্থী হলেন নিজাম উদ্দিন জলিল (জন) (নওগাঁ-৫), মো. শহিদুল ইসলাম (বকুল) (নাটোর-১), বি এম কবিরুল হক (নড়াইল-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), তানভির হাসান (ছোট মনির) (টাঙ্গাইল-২), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), আকবর হোসেন পাঠান (ফারুক) (ঢাকা-১৭), ড. মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১), নুরুল আমিন (চাঁদপুর-২), মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪) ও এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩)।
Comments