মোসাদ্দেকের সেঞ্চুরিতে হংকংকে হারিয়ে স্বস্তি বাংলাদেশের
ইমার্জিং কাপ খেলতে পাকিস্তানে গিয়েই বিপাকে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আইসিসি সহযোগি দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে বসেছিলেন নুরুল হাসান সোহানরা। পরের দিনই হংকংয়ের বিপক্ষে নামার আগে তাই ছিল অস্বস্তি। তবে এবার আর কোন বিপদ হয়নি। মোসাদ্দেক হোসেন সৈকতের সেঞ্চুরিতে হংকংকে হারিয়ে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার করাচিতে হংকংকে মোসাদ্দেকরা হারান ২৮ রানে। আগে ব্যাট করে মোসাদ্দেকের শতকে ২৮৭ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২৫৮ পর্যন্ত গিয়ে থামে হংকং।
তবে এদিনও শুরুটা ভাল হয়নি চার সিনিয়র ও অনুর্ধ্ব-২৩ বয়সীদের নিয়ে গড়া বাংলাদেশের। ৮ রান করে ফেরেন আগের ম্যাচে রান পাওয়া মিজানুর রহমান। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে পরিস্থিতি সামাল দেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। ৪৯ রান করা জাকির ফিরলে ভাঙে তাদের ৮০ রানের জুটি।
খানিক পর ফেরেন শান্তও। ৯৯ রানে ৩ উইকেট পড়ার পর দলের হাল ধরেন মোসাদ্দেক। অনেকদিন থেকে কোন জায়গায় রান না পাওয়া মোসাদ্দেক আগ্রাসী ব্যাট করে সরান চাপ। দলকে নিয়ে যান তিনশোর কাছে। ৮৬ বলের ইনিংসে ৮ চার আর তিন ছক্কায় তিনি করেন ঠিক ১০০ রান।
রান তাড়ায় ভয় ধরিয়ে দিয়েছিল হংকং। নিজাকাত খান আর বাবর হায়াত তৃতীয় উইকেটে ১০১ রানের জুটিতে দলকে জেতার আশা দেখান।
৯২ নিজাকাতকে বোল্ড করে নাঈম হাসান খেলায় ফেরান দলকে। ৯১ রান করা বাবরকে ফেরান খালেদ আহমেদ। শেষ দিকে আর পেরে উঠেনি আইসিসি সহযোগি দেশটি।
রোববার গ্রুপের শেষ পর্বে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৬/৮ (মিজানুর ৮, জাকির ৪৯, শান্ত ৩৬, মোসাদ্দেক ১০০, ইয়াসির ৪৫, আফিফ ২০, সোহান ১৭, শরিফুল ৫, নাঈম ০*, তানভীর ২*; আফজাল ০/৩৩, নওয়াজ ২/৪৮, এহসান ১/৫৯, তানভির ১/২০, গাজানফার ১/৬৪, এজাজ ৩/৬২)
হংকং:
৫০ ওভারে ২৫৮/৭ (নিজাকাত ৯২, এজাজ ১৫, কাপুর ১৫, বাবর ৯১, ওয়াকাস ২, ওয়াসিফ ৩, আফজাল ৭, এহসান ১৪*, নওয়াজ ১*; তানভীর ১/৩৮, খালেদ ২/৬৯, শরিফুল ১/৫১, নাঈম ১/৪০, আফিফ ০/৩৭, মোসাদ্দেক ২/২৩)।
ফল: বাংলাদেশ ২৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন সৈকত
Comments