পল্টনে বিএনপি অফিসে এহসানুল হক মিলনের সমর্থকদের তালা
রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। আজ দুপুর ১টার দিকে মিলনের ৫০-৬০ জন অনুসারী কার্যালয়ের প্রধান ফটকে তালা দেন।
এহসানুল হক মিলন চাঁদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা আজ এই কাজ করলেন।
চাঁদপুর-১ আসনের সাবেক এমপি এহসানুল হক মিলন ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। মিলনের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ছিনতাই এবং চাঁজাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা দায়ের হয়। গ্রেপ্তার এড়াতে ২০১৫ সাল থেকে তিনি বিদেশে অবস্থান করে সম্প্রতি ফিরে আসেন।
দেশে ফেরার পর আদালতে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন মিলন। কিন্তু তার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, পুলিশের বাধার কারণে তিনি আদালতে যেতে পারেননি। এই ঘটনার পর মিলনের স্ত্রী তার নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন। এর পরই চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
Comments