রোনালদো নয় জিদানের পছন্দ মেসি

messi

রিয়াল মাদ্রিদে আড়াই বছর কোচিং করিয়েছেন জিনেদিন জিদান। এ সময়ে দলকে তিন তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। আর ঈর্ষনীয় এ সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু নিজের পছন্দের সেরা একাদশে রোনালদোকে রাখেননি জিদান। তবে প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে ঠিকই রেখেছেন।

অথচ সেরা একাদশ গড়েননি জিদান, বেছে নিয়েছেন ১৭ জন খেলোয়াড়কে। সেখান থেকেই সেরা এগারোকে বেছে নিবেন তিনি। আর ১৭ জনের তালিকাতেই সুযোগ মেলেনি রোনালদোর। মেসির সঙ্গে নিজ দলে রেখেছেন সাবেক বার্সা ও বর্তমান পিএসজি তারকা নেইমার জুনিয়রকে। তবে তার পছন্দের দলে নিজ দেশ ফ্রান্স ও ব্রাজিলের পাল্লাই ভারী। ব্রাজিলেরই আছেন ছয়জন খেলোয়াড়।

চিনের সংবাদমাধ্যম জিবোএইটকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের দলের তালিকা জানান জিদান। দলে অবশ্য ডিফেন্ডারদের প্রাধান্য দিয়েছেন। মোট ১৭ জনের নয় জনই ডিফেন্ডার। জার্মানির কার্লহাইঞ্জ ফর্স্টে, ব্রাজিলের কার্লোস মোজ়ার, ফ্রান্সের লরাঁ ব্লাঁ ও স্পেনের সের্জিও রামোস থাকছেন সেন্ট্রাল ব্যাক হিসেবে। লেফট ব্যাকে আছেন পাওলো মালদিনি, রবের্তো কার্লোস ও মার্সেলো। আর রাইটব্যাকে কাফু এবং দানি আলভেস।

তবে নিজের দলে গোলরক্ষক হিসেবে বেছে নিয়েছেন তার সাবেক সতীর্থ ফাবিয়ান বার্থেজকে। মাঝমাঠে জিদান রেখেছেন আন্দ্রে ইনিয়েস্তা, ক্লদ মাকলেলে, লুকা মদ্রিচ। এমনকি দলে রেখেছেন নিজেকেও। আর আক্রমণভাগে এই ফরাসি কিংবদন্তির পছন্দ ব্রাজিলের রোনাল্ডো, নেইমার ও লিওনেল মেসি।

জিদানের পছন্দের দল:

গোলকিপার: ফ্যাবিয়েন বার্থেজ (ফ্রান্স)।

ডিফেন্ডার:

সেন্ট্রাল-ব্যাক: কার্লহাইঞ্জ ফর্স্টে (জার্মান), কার্লোস মোজ়ার (চিলি), লরাঁ ব্লাঁ (ফ্রান্স) ও সার্জি রামোস (স্পেন)।

লেফট ব্যাক: পাওলো মালদিনি (ইতালি), রবের্তো কার্লোস (ব্রাজিল) ও মার্সেলো (ব্রাজিল)।

রাইটব্যাক: কাফু (ব্রাজিল) ও দানি আলভেস (ব্রাজিল)।

মিডফিল্ড: জিনেদিন জিদান (ফ্রান্স), আন্দ্রে ইনিয়েস্তা (স্পেন), ক্লদ মাকলেলে (ফ্রান্স), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)

ফরোয়ার্ড: রোনালদো (ব্রাজিল), নেইমার (ব্রাজিল) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago