উইন্ডিজের গতিময় পেসার টমাসকে নিয়ে ভাবছেন মাশরাফি

Oshane Thomas
মিরপুরে অনুশীলনে ক্যারিবিয়ান পেসার ওশেন টমাস। ছবি: ফিরোজ আহমেদ

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে বল করতে এসেই ওশান টমাস মারছিলেন দারুণ সব বাউন্সার। তার একটি উইকেটকিপারকে ছাড়িয়ে এমনভাবে গেল, একটুর জন্য উড়ন্ত অবস্থায় পেরিয়ে যাচ্ছিল সীমানাও। স্পিড মিটারে নিশ্চিতভাবেই এসব বলের গতি কৌতহল জাগানিয়া হতো। ভারতের বিপক্ষে সিরিজেও গতি দিয়ে নজর কেড়েছিলেন এই তরুণ। ঘন্টায় তার কোন কোন বলের গতি ১৫০ কিমির কাছাকাছি। মুখোমুখি হওয়ার আগে এবার তাকে নিয়ে ভাবছেন বাংলাদেশ অধিনায়কও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ফেভারিটই ভাবা হচ্ছে বাংলাদেশকে। তবে ক্যারিবিয়ান পেসারদের গতি আর ব্যাটসম্যানদের মাসল পাওয়ারের কারণে সিরিজটা সমানে সমান টক্কর ভাবছেন মাশরাফি মর্তুজা, ‘আমি বলবো সমানভাবে। কারণ যেটা বললাম যে, ওদের দলে কিছু আছে (ব্যবধান গড়ার মতো খেলোয়াড়), দুর্দান্ত একজন ফাস্ট বোলার (টমাস) আছে। জোরে বোলিং করবে। যেটা হয় যে, জোরে বোলারদের বলে অনেক সময় হুটহাট করে উইকেট পড়ে গেলে শুরুতে চাপ আসলো, তাই এই জায়গাগুলো চিন্তা করার ব্যাপার আছে।’

জোরে বল পেটাতে পারেন এমন ব্যাটসম্যানও আছেন ক্যারিবিয়ান দলে। মারলন স্যামুয়েলস, শেমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েটরা যেকোনো উইকেটেই দ্রুত রান তুলতে পারদর্শী। তাদের কথাও আলাদা করে মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক,  ‘একইভাবে যেটা বললাম যে, ওদের কিছু আমাদের থেকে অনেক বেশি সাহায্য পাবে, ওদের মাসল পাওয়ার যেটা আছে। যেটা এই ধরনের ফরম্যাটে খুব বেশি কাজ করে। বিশেষ করে ৪০ ওভার পর্যন্ত যে ফিল্ডিং বাধ্যবাধকতা আছে। তাই আমাদেরকে ওদেরকে যেন জুটি বড় করতে না পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে।’

‘এমনি এমনি তো জেতা সম্ভব না। অবশ্যই হোম ওয়ার্ক, একইসঙ্গে মাঠে বাস্তবায়নটা শতভাগ ঠিক থাকতে হবে। অন্তত ৮০ ভাগ ঠিক থাকলে হয়তোবা ভালো ম্যাচ হবে। আমি আশা করছি না যে টেস্টের মতো বা আগে পরে যেসব ম্যাচ জিতে আসছি এত সহজ হবে।’

 

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

27m ago