রাজনীতিবিদরা ‘ইউ-টার্ন’ নিতেই পারেন: ড. মাহাথির
ফেরেশতাদেরও মাঝে-মধ্যে ভুল হয়, তাই রাজনীতিবিদরাও তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসলে তাতে দোষের কিছু নেই- এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির সরকারী নীতিতে ‘ইউ-টার্ন’ নেওয়ার সমালোচনার মুখে তিনি এমন মন্তব্য করলেন।
জনগণের দাবির মুখে অবসর থেকে আবারও রাজনীতিতে ফিরে আসা ৯৩ বয়সী এই নেতার মতে- “যদিও আমাদের অনেকেই ফেরেশতার মতো আচরণ করেন, মনে রাখতে হবে তাদেরও ভুল হয়। তাই ফেরেশতারা যখন ভুল করেন তখন তারা তাদের মত পাল্টে নেন।”
গতকাল (৮ ডিসেম্বর) পাকাতান হারাপান প্রেসিডেন্টশিয়াল কাউন্সিলের বৈঠকে এই বর্ষীয়ান মালয় নেতা এমন মন্তব্য করেন।
তিনি মনে করেন, মানুষ কখনো কখনো ভুল করেন। তারা ভালো কিছু করার জন্যে নতুন প্রতিশ্রুতি বা নতুন সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। তখন তারা তাদের পুরনো সিদ্ধান্তকেই বেশি যুক্তিযুক্ত মনে করেন। “আমরা মাঝে-মধ্যে ভুল পথে যাই। আমরা আসলে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেই। কোনো মানুষই নির্ভুল নন।”
তবে জনগণের চাহিদা অনুযায়ীই সরকারকে সিদ্ধান্ত নিতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
“জনগণের মধ্যেই একেকজনের মত একেক রকম।… তাই আমরা যখন আমাদের মত প্রকাশ করি তখন জনতার অনেককেই খুশি হন না।”
তার মতে, “মালয়েশিয়ার ৩৩ মিলিয়ন অধিবাসীর মতামত নেওয়া একটি বড় চ্যালেঞ্জের কাজ। তবে, কেউ যদি কোনো রাষ্ট্রীয় নীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তাহলে সেটিকেও আমাদের গুরুত্ব দিতে হবে।”
বক্তব্যে তিনি বলেন যে মালয়েশিয়ার বিভিন্ন সরকারী সংস্থাকে রাজনৈতিক কর্মী দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। এখন সেসব সংস্থা বন্ধ করে দিলে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই সরকার দেখছে- সেসব সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এখনও রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন কী না।
এছাড়াও, মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদে কোনো পরিবর্তন আনার গুঞ্জনকে উড়িয়ে দেন মাহাথির।
Comments