যেন চিতার ক্ষিপ্রতায় নেওয়া সেই ক্যাচ

tamim Iqbal super catch
অবিশ্বাস্য ক্যাচ হাতে জমান তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

তখন চলছে ২১তম ওভারের খেলা। মাশরাফি মর্তুজার বলে উইকেটে হাঁসফাঁস করছিলেন ড্যারেন ব্রাভো। একের পর এক ডট বলে বাড়ছিল চাপ। চাপ সরাতে উড়িয়ে মারতে গিয়েছিলেন তিনি। আকাশে উঠে যাওয়া সেই ক্যাচ লং অফ থেকে দৌঁড়ে চিতার ক্ষিপ্রতায় হাতে জমান তামিম ইকবাল।

কিরন পাওয়েলকে শুরুতে হারানোর পর শাই হোপকে নিয়ে ইনিংস মেরামতে ছিলেন ড্যারেন ব্রাভো। তবে তাদের জুটি বাড়তে দিবেন না বলে পণ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। আক্রমনাত্মক ফিল্ডিং সাজিয়ে নড়াচড়ার পথ বন্ধ করে দিয়েছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানদের।

লং অফে তামিমকে রেখে বাকিটা ফাঁকা রেখেছিলেন। চাপ সরাতে ব্রাভো মারতে যান সেখানেই। ভালো টাইমিং না হওয়ায় মিড অফ দিয়ে সেই বল উড়ে আসছিল বাউন্ডারি লাইনের দিকে। প্রথম দফায় দেখে মনে হচ্ছিল বলের কাছাকাছি যেতে পারবেন না তামিম। কিন্তু চিতার ক্ষিপ্রতায় পৌঁছে যান তিনি।

চোটের কারণে আড়াইমাস পর দলে ফেরা তামিম শূন্যে লাফিয়ে হাতে জমান ব্রাভোর ক্যাচ। মাশরাফিকে দুইশতম ম্যাচে পাইয়ে দেন প্রথম উইকেট। ক্যাচ নেওয়ার পুরো দৃশ্য জায়ান্ট স্ক্রিনে আবার দেখে উৎসব করে বাংলাদেশ দল। উৎসব উঠে ভরা গ্যালারিতেও।

তামিম এমন ক্যাচ নিলেও এরআগে একাধিকবার ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ব্রাভোই পেয়েছেন দুবার জীবন। মোস্তাফিজুর রহমানের বলে পয়েন্টে আরিফুল হক ছেড়ে দেন সহজ সুযোগ। পরে রুবেল হোসেনের বলে ১৮ রানে থাকা ব্রাভোর ক্যাচ ফেলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দ্বিতীয় জীবন পাওয়ার পর ব্রাভো অবশ্য করতে পারেন আর মাত্র ১ রান।

বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন পরেও। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও কাজে লাগাতে পারেননি সেসব সুযোগ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৭ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকছে ক্যারিবিয়ানরা। যার তিনটি নিয়েছেন অধিনায়ক মাশরাফি।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

6h ago