দুলু, টুকুর মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিলেন হাইকোর্ট
নাটোর-২ বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র নির্বাচন কমিশনকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালত।
নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ (১০ ডিসেম্বর) এই রায় দেন।
এর আগে, দণ্ডের কারণে এই দুই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এরপর, বিএনপি নেতারা আদালতে যান।
Comments