দুলু, টুকুর প্রার্থিতা আটকে গেল চেম্বার জজের আদেশে
বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র গ্রহণ করার জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা আজ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ আসায় ফৌজদারি মামলায় দণ্ডিত এই দুই নেতার নির্বাচনে অংশ নেওয়া ফের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।
দুলু ও টুকুর প্রার্থিতা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ নির্বাচন কমিশন পৃথক দুটি আপিল আবেদন করেছিল। শুনানির পর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশের স্থগিত করে দেন। ফলে এখনই তারা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটের প্রচারণায় নামতে পারছেন না।
সেই সঙ্গে ইসির আবেদনটি বুধবার শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।
এর আগে সোমবার সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আদেশ দেন হাইকোর্ট। বিএনপির এই দুই নেতার করা পৃথক রিটের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
এর আগে হাইকোর্টের আদেশে দুলু ও টুকুর সাজা স্থগিত হওয়ায় রিট আবেদন গ্রহণ করে তাদের পক্ষে আদেশ এসেছিল।
Comments