কুষ্টিয়ায় বিএনপির ২৭ নেতাকর্মী আটক

কুষ্টিয়ায় বিএনপির ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া রেলওয়ে কোর্ট স্টেশন সংলগ্ন নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটক নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপি কুষ্টিয়া শহর শাখার সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক।
বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনের সড়ক দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মিছিলের ওপর বিএনপি কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে এবং বিএনপির ২৭ নেতাকর্মীকে আটক করে।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার ঐ কার্যালয়ের একটি কক্ষে ছিলেন বলে জানা গেছে।
তবে জিজ্ঞাসাবাদে অভিযোগ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান জানান, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার সুযোগে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে।
Comments