বাংলার মানুষদের সুন্দরভাবে গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে বাংলার মানুষের জন্যে জাতির পিতা জীবন উৎসর্গ করেছেন সেই বাংলার মানুষদের সুন্দরভাবে গড়ে তুলতে চাই।
hasina
১২ ডিসেম্বর ২০১৮, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে বাংলার মানুষের জন্যে জাতির পিতা জীবন উৎসর্গ করেছেন সেই বাংলার মানুষদের সুন্দরভাবে গড়ে তুলতে চাই।

শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভার বক্তব্যের শুরুতে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদ ও জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। তুলে ধরেন দেশের স্বাধীনতার জন্যে আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের কথা।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, তার সরকার এমন পদক্ষেপ নিয়েছেন যার মাধ্যমে বাংলাদেশ আর গরীব থাকবে না। কারো কাছে হাত পাতবে না।

বক্তব্যে তিনি দেশের উন্নয়নের ধারা ধরে রাখার জন্যে নৌকা মার্কায় ভোট চান। নৌকায় ভোট কেউ বঞ্চিত হন না বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর আজ (১২ ডিসেম্বর) তিনি তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এর আগে তিনি সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন।

আওয়ামী লীগ সভাপতি ১৩ ডিসেম্বর ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা ও ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ ও ঢাকার সাভার বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago