শেষ ব্যালট পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে বললেন ড. কামাল
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ ব্যালট পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ সিলেটে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু করে এই সবার প্রতি এই আহ্বান জানান ড. কামাল।
সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ হতে পারে না।’
‘কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে লক্ষ্য রয়েছে সেটিকে অবশ্যই আমাদের অর্জন করতে হবে। জনগণের কাছে দেশের মালিকানা না থাকলে দেশে স্বাধীনতা থাকে না।’
ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব আজ বিকেল সোয়া ৪টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেটে গিয়ে পৌঁছেন। পরে সেখান থেকে তারা মাজার জিয়ারতে যান।
ঐক্যফ্রন্টের নেতাদের সিলেট যাওয়া উপলক্ষে আজ সকাল থেকেই সিলেটে মাজার এলাকায় শত শত নেতা-কর্মী ভিড় করেন। এদের মধ্যে বিএনপির নেতা-কর্মীরাই সংখ্যায় বেশি ছিলেন।
Comments