অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলা

abu syeed
সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। ছবি: সংগৃহীত

পাবনা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অধ্যাপক আবু সাইয়িদ নিজেই অভিযোগ করেছেন।

এছাড়াও, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্য ডেইলি স্টার অনলাইনকে সাইয়িদ জানান, পূর্ব নির্ধারিত ১০টি জনসংযোগ কর্মসূচী হাতে নিয়ে আজ সকাল ১০টায় বেড়া উপজেলায় নিজের গ্রামের বাড়ি থেকে বের হন তিনি। একই উপজেলার ধোপাদাহ গ্রামের উদ্দেশ্যে রওনা হলে পথে সাঁথিয়া বাজার সংলগ্ন সেতুর কাছে আসতেই তার গাড়িবহর আক্রমণের শিকার হয়।

তিনি বলেন, “উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছানাউল্লাহ’র নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় দুটি গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।”

এ ঘটনায় আহত দলের তিন কর্মীকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

অধ্যাপক আবু সাইয়িদ আরও জানান, আক্রান্ত হওয়ার পরপরই তিনি সাঁথিয়া থানায় গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পাওয়ার পর তারা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে নির্ধারিত জনসংযোগ শেষে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন সাইয়িদ।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ গত ২৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামে যোগ দিয়েছেন। এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন আবু সাইয়িদ। তবে তাকে মনোনয়ন দেয়নি দলটি। তার পরিবর্তে ওই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

43m ago