‘লোভী’ রোনালদোর কারণেই হেরেছে জুভেন্টাস
শেষ মুহূর্তের খেলা চলছে। প্রায় ২৫ গজ থেকে দূরপাল্লার শট জড়াল জালে। দলকে সমতায় ফেরানোর উল্লাসে মাতোয়ারা পাওলো দিবালা। কিন্তু রেফারি বাজালেন অফসাইডের বাঁশি। নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না দিবালা। পরে জানলেন, তার শটে লাফিয়ে হালকা মাথা ছুঁয়ে দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর তিনি সেটা করেছিলেন অফসাইড পজিশনে দাঁড়িয়ে। আর তাতেই ভিলেন বনে যান এ পর্তুগিজ। সমর্থকরা তাকে ‘লোভী’ বলেই চিহ্নিত করছেন।
রোনালদোর সে ভুলেই গতকাল ইয়াং বয়েজের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হারের স্বাদ নিতে জুভেন্টাস। আর সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়। টুইটারে রোনালদোর একজন লিখেছেন, 'লোভী রোনালদোর কারণেই হেরেছে জুভেন্টাস।' আরেকজন লিখেছেন, ‘অথচ এই রোনালদোই কদিন আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের স্বার্থপর বলেছেন।’
‘লোভী রোনালদোই বদলে দিল সব’
‘তোমার লাফ দেওয়ার পরিবর্তে নিচু হওয়া দরকার ছিল’
‘দিবালার সেরা গোলটাই নষ্ট করে দিল লোভী রোনালদো’
‘দিবালার শটে শেষ মিনিটে সমতা আসে। কিন্তু রোনালদো এ ম্যাচে গোলের জন্য ক্ষুধার্ত ছিল। তাই সে হেড দিয়েছিল। এখন গোলটা বাতিল হয়ে গেল।’
-এমন নানা ধরণের টুইটই করছেন সমর্থকরা।
অনেকেই ২০১০ সালে স্পেন-পর্তুগালের ম্যাচও টেনে এনেছেন। সে ম্যাচে রোনালদোর একটি শট জালে প্রায় ঢুকে যাচ্ছিল। সে সময় হেড দিয়ে অফসাইডের ফাঁদে পড়েছিলেন নানি। মাঠেই সেদিন রাগ ঝেড়েছিলেন রোনালদো। এ নিয়ে মেমেও তৈরি করেছেন তারা। রোনালদো ও নানিকে হ্যাসট্যাগ দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘যখন রোনালদো গোল বাতিল হওয়ায় চিৎকার করে।’
ইয়াং বয়েজের বিপক্ষে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে জুভেন্টাস। তবে ম্যাচের শেষ মুহূর্তে রোনালদো লাফ না দিলে অপরাজিত থেকেই নাম লেখাতে পারতো নকআউটে।
Comments