এবার ওয়ানডে অভিষেকের সামনে সিলেট

প্রথমে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল সিলেট ক্রিকেট স্টেডিয়ামের। গেল মাসে টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনাতেও পা রাখে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মাঠ। এবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হচ্ছে সিলেটের।
Sylhet International Cricket Stadium
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রথমে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল সিলেট ক্রিকেট স্টেডিয়ামের। গেল মাসে টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনাতেও পা রাখে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মাঠ। এবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হচ্ছে সিলেটের।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নতুন করে সাজানোয় হয় সিলেটের এই মাঠকে। ব্রিটিশ আদলে তৈরি নান্দনিক ভবন, দৃষ্টিনন্দন ছাউনি দিয়ে ঢাকা গ্যালারি, দেশের একমাত্র গ্রিন গ্যালারি মিলিয়ে সিলেট প্রথম দেখাতেই যে কারো মন জিতে নেওয়ার মতো।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের কয়েকটি ম্যাচ হয়েছিল এখানে। আন্তর্জাতিক অভিষেক তখনই। তবে বাংলাদেশ এখানে প্রথম খেলেছে এই বছরই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ এখানে খেলেছিল বাংলাদেশ। নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করে সিলেট।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে সিলেটেই। শুক্রবার দুপুর ১২টায় দিবারাত্রীর ম্যাচে নামবে দুদল। এই ম্যাচ দিয়েই তাই সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম কোন ওয়ানডে। 

তার আগের দিন বরাবরের মতো সিলেট এসে মাঠের প্রংশসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা, ‘এই মাঠ অবশ্যই বাংলাদেশের অন্যতম সেরা। সিলেট এমনিতেই সুন্দর। স্টেডিয়ামের আশেপাশের এলাকাটাও খুব সুন্দর। সৌন্দর্যের কথা যদি বলেন তাহলে তো অবশ্যই এটা অন্যতম সেরা।’

ওয়েস্ট ইন্ডিজের সুন্দর সুন্দর মাঠের অভাব নেই। তবে সিলেটের মাঠে ঢুকে আর সব সুযোগ সুবিধা দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল, 'এটা খুব সুন্দর স্টেডিয়াম। সুযোগ সুবিধা দেখে আমি অভিভূত। দুর্দান্ত বলা যায়।'

তবে সিলেটের এই সুন্দর মাঠে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এখানে খেলা একমাত্র টি-টোয়েন্টি আর টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ক্ষত ভুলে ওয়ানডেতে ভিন্ন কিছু দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘পেছনেরটা মনে করে কোনো লাভ নেই। কালকে আমাদের নতুন ম্যাচ। নতুন কিছু। খুব ব্যাকফুটে আছি তাও না। ১-১ সমতায় আছে। সিরিজ নির্ধারণী ম্যাচ। এটা এমন না যে আমাদের সব কিছু হারিয়ে যাচ্ছে। ইতিবাচক খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আপনি প্রত্যাশা করবেন ওরা সেরা ক্রিকেট খেলবে কালকে। আমাদেরকেও সেরা ক্রিকেট খেলতে হবে। এ গ্রাউন্ডে আগে কি হেয়ছে সেটা ভেবে মাঠে নামলে আরও খারাপ হবে।’

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

4h ago