পেস দিয়ে বাংলাদেশের অস্বস্তি বাড়াতে চায় উইন্ডিজ
আগের ম্যাচে দারুণ গতিতে বল করে লিটন দাসকে চোটে ফেলেন ওশান টমাস, গতিতে পরাস্ত করে আউট করেন ইমরুল কায়েসকে। শুরুতেই তার পেসের ঝাঁজে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। পরে তা সামলে নিয়ে জুতসই রান পেলেও বারকয়েক ব্যাটসম্যানদের ভুগতে দেখা গেছে। শেষ ম্যাচেও পেসারদের গতি দিয়ে বাংলাদেশকে পরীক্ষায় ফেলতে চায় ক্যারিবিয়ানরা।
প্রথম দুই ওয়ানডেতেই তিন বিশেষজ্ঞ পেসার ও একজন পেস অলরাউন্ডার খেলিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত গতির টমাসের সঙ্গে কেমার রোচ আর কেমো পল। অধিনায়ক রভম্যান পাওয়েলও হাত ঘুরিয়েছেন মিডিয়াম পেস নিয়ে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ১০ উইকেটের ছয়টিই গেছে পেসারদের বলে। এবার সেটা আরও ভালোভাবে করতে চায় তারা। অধিনায়ক রভম্যান জানালেন সেরকমই, ‘বাংলাদেশ পেস খেলতে স্বস্তিবোধ করে না। আমরা অবশ্যই এই জায়গাটা খোলসা করতে চাইব। আশা করছি কাল সেটা পারব।’
পেসাররা ভালো করলেও রানে নেই তাদের বেশিরভাগ ব্যাটসম্যানই। আগের ম্যাচে ২৫৫ রান তাড়ায় শাই হোপ একাই করে দিয়েছিলেন ১৪৬। বাকিরা কেউই পারেননি থিতু হতে। ‘ফাইনাল’ ম্যাচের আগে তাই এই নিয়ে মহা চিন্তায় উইন্ডিজ, 'এটা একটা চক্রের মতো হয়ে গেছে। ব্যাটসম্যানরা শুরু করছে কিন্তু টানতে পারছে না। অবশ্যই এই জায়গায় উন্নতি আনতে হবে। যখন কেউ শুরু পাবে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে দলকে।'
'তিন জায়গাতেই আমরা উন্নতি করতে চাই। একটা ম্যাচই সব বদলে দেয় না। আমরা দল হিসেবে এখনো ভাল ব্যাট করছি না। বোলিং ও ফিল্ডিং নিয়ে কাজ করতে হবে আরও।'
Comments