ক্যারিবিয়ান পেস নিয়ে ‘দুশ্চিন্তা নেই’ বাংলাদেশের

Mashrafee Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

উইন্ডিজের পেসারদের খেলতে অস্বস্তিবোধ করেন বাংলাদেশের পেসাররা। সংবাদ সম্মেলনে ওদের অধিনায়ক রভম্যান পাওয়েল এমন কথা বলে গেছেন শুনে তীব্র দ্বিমত করলেন বাংলাদেশ অধিনায়ক। ক্যারিবিয়ান পেসাররা আগের ম্যাচে ভালো করলেও বাংলাদেশ তাদের নিয়ে দুশ্চিন্তার কোন কারণ দেখছে না।

দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগাতে থাকেন ওশান টমাস। লিটন দাসকে আহত আর ইমরুল কায়েসকে আউট করেন তিনি। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন শুরুর ওই ঝড় ছাড়া পেস তারাই ভালোই সামলেছেন, ‘ওদের পেস বোলিংকে কিন্তু আমরা দুইটা ম্যাচেই সামাল দিয়েছি। এটা ঠিক শুরুতে একটা-দুইটা উইকেট পড়েছে। শেষ ম্যাচেও যদি দেখেন, মুশফিক ও তামিমকে কিন্তু ওরা পেস বোলিং দিয়ে খুব একটা ভোগাতে পারেনি। একই সঙ্গে রিয়াদকেও না।’

‘ইনিংসের শুরুতে হয়তো কিছুটা (সমস্যা) হতে পারে, এটা স্বাভাবিক। সাকিবও খুব আরামসেই খেলেছে এবং শটও খেলতে পেরেছে। আমার মনে হয় না, খুব একটা কিছু করতে পেরেছে (ওদের পেসাররা)। আগে একটা সময় ছিল যে, এই ব্যাপারগুলো অনেক প্রভাব ফেলত, এখন আর সেটা ওই জায়গাতে নেই।’

কেমার রোচ, কেমো পলরা ১৪০ কিমি এর আশেপাশে বল করেন। কিন্তু টমাসকে মাঝে মাঝে ১৫০কিমি ছুঁইছুঁই বল করতেও দেখা গেছে। সেরকম গতি ছাড়া বাংলাদেশের খেলতে কোন অস্বস্তি হয় না বলে মত অধিনায়কের  ‘প্রচণ্ড পেসের কথা বলে যদি বলেন, তাতে তো পৃথিবীর সব ব্যাটসম্যানেরই সমস্যা হয়। কিন্তু ১৪০, ১৪২/১৪৩ গতির বল আমাদের অনেক ব্যাটসম্যান সহজেই সামলাতে পারে। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউডদের বিপক্ষে সহজেই ব্যাটিং করেছে। আমরা ওই পর্যায়টা পার করে এসেছি। হয়তো বা তামিম যদি সে সময়আউট না হত চিত্রটা ভিন্ন হত।’

দ্বিতীয় ওয়ানডেতে শুরুর ঝাপটা সামলে বাংলাদেশ এগুচ্ছিলোও ভাল, দারুণ বল করতে থাকা টমাসকে পিটিয়ে এক ওভারে ১৬ রানও নিয়েছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সাকিব থাকতে পারলে ম্যাচের গল্পটা অন্যরকম হতো বলে মনে করেন মাশরাফি, ‘সাকিব যদি শেষ তিন ওভারের দুই ওভার ব্যাট করতে পারত ও আরও ২০টা রান সেখানে করতে পারত। যদি আমরা ঠিক সময় প্রয়োগ করতে পারি, কোনো সমস্যা হবে না। পেসের জন্য সমস্যা হয়েছে, এমন না। তবে তীব্র গতি অবশ্যই (সমস্যা)। শুধু আমাদের দলের দোষ দিয়ে লাভ হবে না। পৃথিবীর সব ব্যাটসম্যানেরজন্যই অস্বস্তিকর। তবে কিভাবে সামাল দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ।’

 

 

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

15h ago