‘নির্বাচন অংশগ্রহণমূলক হলেও ভোটারদের অংশগ্রহণ থাকবে কি না জানতে অপেক্ষা করতে হবে’
আসন্ন জাতীয় নির্বাচন, সমসাময়িক রাজনীতি, ঘটনা- দুর্ঘটনা ও তার ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে শুরু হয়েছে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজন নির্বাচন সংলাপ ২০১৮। আজ বৃহস্পতিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলাম মোর্তোজা।
এখন পর্যন্ত নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে হলেও এটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে কি? এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন আহমদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন দলগুলোর জন্য হচ্ছে। কিন্তু যারা ভোট দেবেন তাদের অংশগ্রহণ কোন মাত্রায় থাকবে সেটি বোঝার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হবে।
নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা নিয়ে বিরোধী জোট থেকে প্রশ্ন ওঠার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, আমরা দেখছি কাগজে কলমে তারা অত্যন্ত ক্ষমতাশালী। কিন্তু সেই ক্ষমতাটি তারা কদাচিৎ প্রয়োগ করেন। তাছাড়া নির্বচন কমিশনাররা যে প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে থাকেন তাতে নিয়োগকারীর প্রতি তাদের যেমন আনুগত্য থাকে তেমনি আবার ভীতিও কাজ করে।
‘একটি ঘটনার প্রেক্ষিতে গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তিনি বিব্রত। কিন্তু আমারা তার কাছ থেকে এ ধরনের বিবৃতি আশা করি না। এর মাধ্যমেই তিনি দেখিয়েছেন, কাগজে কলমে তারা শক্তিশালী হলেও আসলে তারা অসহায়।’
এসব বিষয় ছাড়াও আসন্ন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা, নতুন ভোটারদের আশা-আকাঙ্ক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও বিশাল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিয়েও আলোচনায় নানা দিক উঠে এসেছে। অনুষ্ঠানটি দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হচ্ছে।
Comments