ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, “শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে গেট দিয়ে বের হওয়ার সময় অনেক মানুষের জটলা দেখতে পাই। আমি আগে নিরাপদে বের হয়ে গেলেও পেছনে ড কামাল হোসেন এবং আ স ম আব্দুর রবের গাড়ি আক্রমণের শিকার হয়।”
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, “হৈ হৈ শব্দ শুনে আমরা ঘটনাস্থলে এসে দেখি সেখানে কেউ নেই।”
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে ৫০/৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের আ স ম আবদুর রবের গাড়িতে আক্রমণ করেন।
এই হামলায় আবদুর রবের গাড়িচালক আহত হয়েছেন বলেও জানা যায়।
Comments