রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান ড. কামাল
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর দেখা করতে চান জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন। রাষ্ট্রপতির সঙ্গে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে চান।
দলের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি যদি সময় দেন তাহলে ড. কামালের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করবে।
সেই দলে অনেকের মধ্যে থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ (১৫ ডিসেম্বর) সকালে দ্য ডেইলি স্টারকে জানান, গত ১৩ ডিসেম্বর বিএনপি প্রধানের ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়েছে।
Comments