আমি আন্তরিকভাবে দুঃখিত: ড. কামাল
গতকাল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে ‘জামায়াত’ প্রশ্নে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন আজ (১৫ ডিসেম্বর) দুঃখ প্রকাশ করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে এক লিখিত বার্তায় তিনি বলেন, “আমার বক্তব্য কোনভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
তিনি আরও বলেন, “সকলে অবগত আছেন যে, আমি সারাজীবন সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল থেকেছি।”
“আশা করি, জাতির শ্রেষ্ঠ সন্তানগণ তাদের জীবনের বিনিময়ে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তা আমরা সকলে মিলে গড়তে সক্ষম হবো,” যোগ করেন ড. কামাল।
Comments