বিয়ের পিঁড়িতে সিয়াম
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এরইমধ্যে গায়ে হলুদের আয়োজনও সম্পন্ন হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন সিয়ামের একাধিক ঘনিষ্ঠ সূত্র।
‘পোড়ামন-২’ অভিনেতা দীর্ঘ আট বছর ধরে প্রেম করছেন অবন্তী নামের একজনের সঙ্গে। গতকাল ১৪ ডিসেম্বর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অবন্তীর রাজারবাগের বাসায় ঘরোয়াভাবে গায়ে হলুদের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
সূত্র জানায়, আজ রাতে সিয়ামের রাজারবাগের বাসায় আরেক দফা গায়ে হলুদ হবে। আগামীকাল ১৬ ডিসেম্বর দুজনার আকদ অনুষ্ঠিত হবে। তবে তাদের বিয়ের বাকি আনুষ্ঠানিকতা হবে আগামী বছর।
সিয়াম আহমেদ ছোট পর্দায় জনপ্রিয়তা পেয়ে বড় পর্দায় আসেন ‘পোড়ামন-২’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এটি বছরের অন্যতম ব্যবসাসফল ছবি। এরপর ‘দহন’ দিয়েও আলোচনায় রয়েছেন তিনি।
এদিকে, সিয়াম আহমেদের তৃতীয় ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা।
Comments