ড. কামালের গাড়িবহরে হামলাকারীদের শাস্তি চাইল ঐক্যফ্রন্ট
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলাকারীদের শাস্তি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তার গাড়ির ওপর হামলা হয়েছিল।
জাতীয় ঐক্যফ্রন্ট আজ শনিবার নির্বাচন কমিশনে বিভিন্ন দাবিতে তিনটি চিঠি দিয়েছে। একটি চিঠিতে ড. কামালের গাড়িবহরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়। সেই সঙ্গে সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী রুমানা মাহমুদের ওপর গতকালের হামলার ঘটনায় জেলার পুলিশ সুপার (এসপি) ও সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
সারাদেশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে সে ব্যাপারেও নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় চিঠিতে।
আজ শনিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এসব দাবি জানান।
তিনি আরও বলেন, গতকাল সিরাজগঞ্জে বিএনপির নারী প্রার্থী রুমানা মাহমুদের মিছিলে গুলি করা হয়। এতে তিনিসহ ২০ জন গুলিবিদ্ধ হলেও মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি।
Comments