বিএনপির ১৫০ প্রার্থীর ওপর হামলা হয়েছে: রিজভী

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর সারাদেশে এখন পর্যন্ত বিএনপির প্রায় ১৫০ জন প্রার্থী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশ উভয়ই বিএনপির প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির এই মুখপাত্রের।
rizvi
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্টার ফাইল ছবি

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর সারাদেশে এখন পর্যন্ত বিএনপির প্রায় ১৫০ জন প্রার্থী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশ উভয়ই বিএনপির প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির এই মুখপাত্রের।

আজ শনিবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, তাদের দলের দুজন প্রার্থীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদেরকে উদ্দশ্যমূলকভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

নির্বাচনী প্রচারণার পরিবেশ, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ভূমিকা নিয়ে আজ একগুচ্ছ অভিযোগ তোলেন বিএনপি মুখপাত্র। তিনি বলেন, সারাদেশে ৩০০ আসনের নির্বাচনী এলাকাতেই তাদের দলের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। পুলিশের নাকের ডগাতেই এসব ঘটনা ঘটলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘চিরুনি অভিযান’ চালিয়ে তাদের নির্বাচন করার অধিকার কেড়ে নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসব হামলার জন্য সরাসরি নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে রিজভীর মন্তব্য- ইসি ও সরকার একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago