ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরীর ওপর হামলার অভিযোগ
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, আজ শনিবার রাজধানীর হাটখোলা এলাকায় তার ওপর মহাজোট প্রার্থীর সমর্থকরা হামলা চালায়।
ঢাকা-৬ আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, হাটখোলা এলাকায় নির্বাচনী জনসংযোগ করার সময় ১৫-২০ জন তার ওপর হামলা করে লিফলেট কেড়ে নেন।
ওই আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ। সুব্রতর দাবি, ফিরোজ রশিদের সমর্থকরাই তার ওপর হামলা চালায়। এসময় পুলিশ আশপাশে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে ফিরোজ রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সুব্রত আমার বন্ধু। আমার লোক কেন তার ওপর হামলা করবে? ওই আসন থেকে বিএনপির কাউকে মনোনয়ন না দেওয়ায় তাদের নেতা-কর্মীরাই হামলা চালিয়ে থাকতে পারে। এটা তাদের অভ্যন্তরীণ ঘটনা।’
Comments