ষড়যন্ত্র সত্ত্বেও ঠিক সময়েই নির্বাচন: কাদের
সব ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (১৬ ডিসেম্বর) ফেনীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, “কোনো অপশক্তিই আসন্ন নির্বাচনকে নস্যাৎ করতে পারবে না। আমরা আমাদের কাজ চালিয়ে যাবো যাতে সুশাসন নিশ্চিত করা যায়।”
গতকাল বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে সেতুমন্ত্রীর মন্তব্য, “বিএনপি নিজেরাই অশান্তি সৃষ্টি করছে।”
আমাদের ফেনী সংবাদদাতা জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ওবায়দুল কাদের ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
Comments