ঢাকা, সিলেট, রংপুরে সমাবেশ করবেন শেখ হাসিনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ঢাকা, সিলেট ও রংপুরে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে।
বিপ্লব বড়ুয়া জানান, ঢাকার গুলশানে প্রধানমন্ত্রীর নির্বাচনী সমাবেশটি হবে আগামী ২১ ডিসেম্বর। এরপর ২২ ডিসেম্বর তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে এক সমাবেশে যোগ দেবেন।
এছাড়াও, আগামী ২৩ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ এলাকা সফর করে সেখানেও সমাবেশে অংশ নেবেন শেখ হাসিনা। পরবর্তীতে ২৪ ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে অপর একটি সমাবেশ করার কথা রয়েছে তার।
Comments