টি-টোয়েন্টিতে তবু নিজেদের ফেভারিট ভাবছে না বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজে গিয়েই ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে হারিয়ে এসেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এবার অনুমিতভাবেই হারিয়েছে টেস্ট আর ওয়ানডেতে। তবু টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের পরিষ্কার ফেভারিট ভাবছেন না বাংলাদেশের কোচ স্টিভ রোডস।
Steve Rhodes
ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজে গিয়েই ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে হারিয়ে এসেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এবার অনুমিতভাবেই হারিয়েছে টেস্ট আর ওয়ানডেতে। তবু টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের পরিষ্কার ফেভারিট ভাবছেন না বাংলাদেশের কোচ স্টিভ রোডস।

এবার বাংলাদেশের আসার পর রীতিমতো বেহাল দশা উইন্ডিজের। টেস্টে সিরিজে তেমন লড়াই করতে পারেনি। কাবু হয়েছে স্পিনে। ওয়ানডেতে এক ম্যাচ জিতলেও বাকি দুই ম্যাচে দাঁড়াতেই পারেনি। এমন অবস্থায় টি-টোয়েন্টি সিরিজেও ফেভারিট থাকার কথা বাংলাদেশের।

কিন্তু স্টিভ রোডস মনে করছেন এই ফরম্যাটেই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা হবে সবচেয়ে কঠিন, 'আমি নিশ্চিত নই (ফেভারিট কিনা)। ওয়ানডেতে ভালো খেলায় অনেক আত্মবিশ্বাস এসেছে। টেস্টেও আমরা ভাল খেলেছি, আর সেটা দারুণ ব্যাপার। আমরা এখন আরও বেশি কিছু চাইতে পারি। আমরা চাই টি-টোয়েন্টিতেও উইন্ডিজকে হারাতে।’

২০ ওভারের খেলায় বিশ্বের অন্যতম সেরা দল ভাবা হয় উইন্ডিজকে। সেই দলকে ওদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে আসার স্মৃতি মনে করিয়ে প্রেরণা নিয়েও রোডস মনে করছেন, এবার খেলা হবে কঠিন, ‘র‍্যাঙ্কিংয়ে তারা এগিয়ে আছে। তারা এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন। ফ্লোরিডায় তাদের দেখে (টি-টোয়েন্টি সিরিজে হারতে দেখে)  অবাক হয়েছিলাম। নিজেদের দেখেও অবাক হয়েছি। আমাদের পরিকল্পনা হলো মাঠে নামা এবং সিরিজ জেতার জন্য খেলা। আমরা ভীষণভাবে সেটা করতে চাই। তবে এটা (টি-টোয়েন্টি সিরিজ) অবশ্যই অন্য দুই সিরিজ থেকে একটু কঠিন হবে।’

Comments

The Daily Star  | English
Impact of poverty on child marriages in Rasulpur

The child brides of Rasulpur

As Meem tended to the child, a group of girls around her age strolled past the yard.

14h ago