শবনম ফারিয়ার বিয়ে

বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নতুন বছরের ১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
Shabnam Faria
শবনম ফারিয়া, হারুনুর রশীদ অপু। ছবি: সংগৃহীত

বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নতুন বছরের ১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

বর হারুনুর রশীদ অপু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের আংটি বদল হয়। ২০১৫ সালে দুজনের পরিচয়ের পর বন্ধুত্ব হয়, তারপর প্রেম।

শবনম ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হচ্ছে। দুজনের পরিবারের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে বিয়েটা একটু দেরি হলো। আমাদের নতুন জীবনের জন্য সবার ভালোবাসা চাই।”

২০১৩ সালে প্রথম নাটক ‘অলটাইম দৌড়ের উপর’-এ অভিনয়ের মাধ্যমে শবনম ফারিয়া দর্শকদের মন জয় করেন। চলতি বছরে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় নিলু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago