এক পায়ে দৌড়ালেন ১৫ কিলোমিটার

Kolkata Marathon
১৬ ডিসেম্বর ২০১৮, কলকাতা টাটা ম্যারাথনে এক পায়ে দৌড়াচ্ছেন ভারতীয় রেলকর্মী প্রবীর সরকার। ছবি: স্টার

কলকাতার রেড রোড থেকে দৌড়ানো শুরু করলেন কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনার হালিশহরের বাসিন্দা প্রবীর সরকার। এক পায়ে দৌড়ালেন প্রায় ১৫ কিলোমিটার রাস্তা। সময় লাগলো প্রায় দুই ঘণ্টা।

কলকাতা টাটা ম্যারাথনের অন্য প্রতিযোগীর মতো তিনিও একজন প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হওয়ার লক্ষ্য নেই তার। লক্ষ্য শুধুই এক পায়ে এগিয়ে যাওয়া।

আর তাই করলেন ভারতীয় রেলকর্মী প্রবীর। বয়স ৪৫ ছুঁইছুঁই। দুর্ঘটনায় তার এক পা হারাতে হয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু তবুও দৌড় থেমে নেই।

শরীরের এক পা আর মনের শতসহস্ত্র পা- সব মিলিয়েই এশিয়ান গেমসে রূপার পদকও পেয়েছেন প্রবীর। আর শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বাংলাকে গৌরবোজ্জ্বল করায় পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলার গৌরব’ সম্মানও পেয়েছেন এ বছর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরস্কার পেয়ে গর্বিত প্রবীর নিজেও।

গতকাল (১৬ ডিসেম্বর) সকালে যখন দৌড় শুরু করেন, দৌড়াতে দৌড়াতে কথা হয় দ্য ডেইলি স্টারের প্রতিনিধির সঙ্গে।

বলেন, “আমরাও পারি, জীবনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে এগিয়ে যেতে পারি সেটা আজ আমি সবাইকে বলতে চাই।” আর এই ধরণের একটি সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান প্রবীর সরকার।

বললেন, “যারা আজও বসে আছেন, শারীরিক ক্ষমতা থাকা সত্ত্বেও কোনও কাজে লাগতে পারছেন তা। তাদের বলবো এগিয়ে আসুন। ভালো কিছু করুন। সফলতা পাবেনই।”

শুধু প্রবীর একা নন, একদিন কম-বেশি শতাধিক শারীরিক প্রতিবন্ধীকে দেখা গিয়েছে ম্যারাথন দৌড়ে অংশ নিতে। কেউ হুইলচেয়ারে, কেউ স্ট্রেচারে কেউবা কৃত্রিম পা নিয়ে দৌড়েছেন সামনে, লক্ষ্যের দিকে।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

2h ago