এমপিদের স্বার্থের দ্বন্দ্ব দূর করতে আইন প্রয়োজন: ড. ইফতেখারুজ্জামান

আসন্ন জাতীয় নির্বাচন, সমসাময়িক রাজনীতি, ঘটনা-দুর্ঘটনা ও তার ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে চলছে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজন নির্বাচন সংলাপ ২০১৮। অনুষ্ঠানের ষষ্ঠ দিনে আজ (১৭ ডিসেম্বর) উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উপস্থাপনায় ছিলেন দ্য ডেইলি স্টারের প্ল্যানিং এডিটর শাখাওয়াত লিটন।

জাতীয় ঐক্যফ্রন্ট আজ যে ইশতেহার দিয়েছে তাতে বলা হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক সভাপতির পদ সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষণ করা হবে। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে সংসদীয় কমিটিগুলো কার্যকর ভূমিকা পালনের ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব বাধা হয়ে দাঁড়ায়। যারা এসব কমিটির সদস্য বা প্রধান হন তারা নিজেদের স্বার্থ রক্ষা করেন। তিনি বলেন, আগের সংসদগুলোয় দেখা গেছে সাংসদদের যে ধরনের ব্যবসা রয়েছে তাদেরকেই সে সম্পর্কিত কমিটিগুলোতে রাখা হয়।

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় এই স্বার্থের দ্বন্দ্বকেই সবচেয়ে বড় অন্তরায় হিসেবে মনে করছেন ড. ইফতেখারুজ্জামান। তার আশা, এই সমস্যা সুরহার জন্য প্রত্যেকটি রাজনৈতিক যেন স্বার্থের দ্বন্দ্ব পরিহারমূলক একটি আইন প্রণয়নে একমত হয়।

দুর্নীতি দমন কমিশনের কাজের সংস্কৃতির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এই কমিশনগুলো সরকার প্রতিষ্ঠিত ও সরকারি অর্থে পরিচালিত হলেও এর দায়িত্ব সরকারি প্রতিষ্ঠান হওয়া নয়। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এর সৃষ্টি হয়েছে।

কিন্তু দলীয় বিবেচনায় যখন এখানে কমিশনার নিয়োগ দেওয়া হয় তাদের বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না।

বিস্তারিত দেখুন ভিডিওতে 

Comments

The Daily Star  | English
Primary school dropout rate Bangladesh

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago