‘দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’
আসন্ন নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূলের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে আওয়ামী লীগ।
আজ (১৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দলের ইশতেহারে বলা হয়- জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
এতে আরও বলা হয়, “দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। আধুনিক তথ্য ও প্রযুক্তি চালুর মাধ্যমে দুর্নীতির পরিধি ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।”
আওয়ামী লীগের ইশতেহারে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল’ অনুচ্ছেদে বলা হয়েছে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি বন্ধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে।
Comments