খালেদা জিয়া নির্বাচন করতে পারছেন না
নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার করা পৃথক তিনটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।
আজ (১৮ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছ থেকে যুক্তি-তর্ক শোনার পর বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের লিখিত একটি আবেদন খারিজ করে দেন আদালত।
ফেনী ১, বগুড়া ৬ ও ৭ আসনে খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে করা রিট আবেদনের ওপর হাইকোর্টের বিভক্ত রায়ের পর মামলাটি শুনতে বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।
খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী আজ সকালে বিচারপতি জে বি এম হাসানের আদালতে রিট আবেদনটি দাখিল করে তা প্রধান বিচারপতির কাছে হস্তান্তরের অনুরোধ করেন।
কিন্তু, আদালত আবেদনটি খারিজ করে দিয়ে তাদেরকে রিটের ওপর শুনানি করতে বলেন।
Comments