মরিনহোকে ছাঁটাই করল ম্যানইউ

অনেকদিন থেকেই গুঞ্জন চলছিল বরখাস্ত হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্য হলো। তাকে ছাঁটাই করেছে ক্লাবটি। যদিও ক্লাব থেকে জানানো হয়েছে নিজেই ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন এ পর্তুগিজ কোচ।

অনেকদিন থেকেই গুঞ্জন চলছিল বরখাস্ত হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্য হলো। তাকে ছাঁটাই করেছে ক্লাবটি। যদিও ক্লাব থেকে জানানো হয়েছে নিজেই ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন এ পর্তুগিজ কোচ।

ম্যানচেস্টার ইউনাইটেডে আড়াই বছর কোচের দায়িত্ব পালন করার পর চাকুরী ছাড়লেন মরিনহো। মূলত দলকে আশানুরূপ সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। আড়াই বছরে একটি লিগ কাপ ও একটি ইউরোপা লিগ জিততে পেরেছিলেন ৫৫ বছর বয়সী এ কোচ।

এক বিবৃতে ক্লাব থেকে জানিয়েছে, ‘চলতি মৌসুমের শেষ পর্যন্ত একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে। ক্লাব পরিচালনা বিভাগ একজন নিয়মিত কোচের নিয়োগের জন্য খুব শীগগিরই কাজ শুরু করবে। ম্যানচেস্টার ইউনাইটেড হোসেকে (মরিনহো) এ সময়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে তার সাফল্য কামনা করছি।’  

চলতি মৌসুমে তো ম্যানইউর অবস্থাতো আরও নাজুক। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট কম নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ২৬। ১৯৯০-৯১ মৌসুমের পর এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স ইংল্যান্ডের অন্যতম সফল এ ক্লাবটির।

এছাড়াও বিশ্বকাপ জয়ী তারকা পল পগবার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অনেকদিন থেকেই। এ নিয়ে মৌসুমের শুরু থেকেই নানা ধরণের গুঞ্জন ভাসছিল। তার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ক্লাবই ছাড়তে চাইছেন ৮৯ মিলিয়ন পাউন্ডে কেনা এ ফরাসী তারকা।

সবমিলিয়ে চলতি মৌসুমের শুরু থেকেই তাকে ছাঁটাইয়ের গুঞ্জন চলছিল। তবে লিভারপুলের কাছে ১-৩ গোলে হারের পর বেকায়দায় পড়ে যান মরিনহো। রোববার অ্যানফিল্ডে বড় হারের দিনে পগবাকে মাঠেই নামাননি মরিনহো। এ নিয়েও ক্লাব কর্তৃপক্ষের কাছে তোপের মুখে পড়েন মরিনহো। শেষ পর্যন্ত চাকুরী ছাড়তেই হয় তাকে।

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

1h ago