আফরোজা আব্বাস ফের হামলার শিকার

Attack on Afroza Abbas
১৮ ডিসেম্বর ২০১৮, রাজধানীর দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে জনসংযোগকালে বিএনপি’র প্রার্থী আফরোজা আব্বাসের উপর হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ফের হামলার শিকার হয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। আজ (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে জনসংযোগকালে তার উপর এই হামলার ঘটনা ঘটে।

আফরোজা আব্বাসের লোকজনের দাবি, হামলায় জড়িতদের সবাই স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী।

তারা আরও জানান, সকালে গণসংযোগের উদ্দেশ্যে শাহজাহানপুরের বাসা থেকে বের হন আফরোজা আব্বাস। বেলা সোয়া ১১টার দিকে তারা খিলগাঁও রেলগেট পৌঁছান। কিন্তু, এর আগে থেকেই ১৫ থেকে ১৬ জন যুবকের একটি দল তাদেরকে পেছন থেকে অনুসরণ করে আসছিলো। এর মধ্যেই, কর্মীদের নিয়ে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছালে অন্তত শতাধিক লোক তাদের ওপর হামলা চালায়।

হামলার একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর মাদারটেক এলাকায় বিএনপির মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সেসময় কর্তব্যরত কয়েকজন সাংবাদিক আহত হওয়ার খবর জানান আফরোজা আব্বাসের ব্যক্তিগত সহকারী নাসির।

Comments

The Daily Star  | English

Iran says 'main target' of attack that hit Israel hospital was military site

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

15h ago