সাইদুল আনাম টুটুল আর নেই

Tutul
পরিচালক সাইদুল আনাম টুটুল। ছবি: সংগৃহীত

পরিচালক সাইদুল আনাম টুটুল আর নেই। রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টুটুলের সহধর্মিণী মোবাশ্বেরা খানম দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, আজ (১৮ ডিসেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে চিকিৎসকরা টুটুলকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকালে তার স্বামীর শরীরে কোনো সাড়া পাওয়া যাচ্ছিলো না বলেও তিনি জানান।

গত ১৫ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় এই গুণিনির্মাতা হার্ট অ্যাটাক করেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন তার ফুসফুসে পানি জমেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তার কিডনিতেও সমস্যা ছিলো।

সাইদুল আনাম টুটুল চলচ্চিত্র সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের সম্পাদনার জন্য টুটুল জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও, ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ এবং ‘দুখাই’ ছবির সম্পাদনাও তিনি করেন।

পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘আধিয়ার’ ২০০৩ সালে মুক্তি পায়। ১৯৪৬-৪৭ সালের বাংলার কৃষক চাষিদের তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

এরপর তিনি শুরু করেছিলেন তার দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’র কাজ। সেটি পুরোপুরি শেষ না করেই স্মৃতি হয়ে গেলেন সাইদুল আনাম টুটুল।

Comments

The Daily Star  | English

Israel launches major attack on Iran: what we know so far

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

3h ago